মৈদং ,জুরাছড়ি।
উপজেলা সদর থেকে কাপ্তাই হ্রদে জল ও শুষ্ক মৌসুমে স্থল উভয় পথেই কাপ্তাই যাওয়া যায় (সময় লাগে ৩০ মিনিট)। মটর সাইকেল ও ইঞ্জিনচালিত বোটযোগে যাওয়া যায়। উপজেলা সদর হতে মোটর সাইকেল অথবা নৌকাবোট যোগে কিয়াং ঘাটে নামতে হবে। কিয়াংঘাট নেমে বৌদ্ধ বিহার চোখে পড়বে।
পাহাড়ী অঞ্চলের অন্যান্য জেলার ন্যয় রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলাধীন ৩নং মৈদং বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনার জন্য অনেক বৌদ্ধ বিহার আছে। কিন্তু বারাবান্যা মৈত্রী বিহার ৩নং মৈদং ইউপিতে প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারটি অন্যতম বিহার। মূলত এটি প্রতিষ্ঠিত করে তারা উপাসনা শুরু করেন। পরবর্তীতে ধাপে ধাপে এটি সংস্কার করে আকর্ষণীয় করে তোলেন। উক্ত বিহারটি পাহাড়ের উপর থাকায় আকর্ষণের মাত্রাকে আরও বৃদ্ধি করে দিয়েছে। এই বিহারে প্রত্যেক বছর কঠীন চিবর দান অনুষ্ঠানে অনেক পূণ্যার্থী ও পর্যটক উপাসনা ও পরিদর্শন করতে আসে। বিহারটি জুরাছড়ি উপজেলা থেকে হতে ২০ কিলোমিটার দুরে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস