ফকিরাছড়ি বাজার সন্নিকটে।
বর্ষাকালে নৌকাবোট যোগে যাওয়া যায়। শুষ্ক মৌসুমে ৩ঘন্টা পায়ে হেটে।
জনাব লাল কুমার চাকমা
মোবাইল: +৮৮০১৮৪৯৮৯৮৩২৩
মৈদং ইউনিয়ন জুরাছড়ি উপজেলার প্রায় মধ্যবর্ত সএলাকায় অবস্থিত। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে ৭নং ওয়ার্ডের অন্তগর্ত ফকিরাছড়ি বাজারের নিকট ফকিরাছড়ি শাখা বন বিহার। ২০০৪ ইং সালে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে বৌদ্ধ ধর্মের উন্নতি কল্পে ফকিরাছড়ি শাখা বন বিহার প্রতিষ্ঠা লাভ করে। বিহারটি দেখতে বড়ই মনোরম। বিহারটির চারিপাশে আগার ও মেহগনি গাছের বাগান শোভা বর্ধন করছে। উচু টিলায় বিহারটি নির্মাণ করায় এলাকার বহুদুর হতে বিহারটির সৌন্দর্য দর্শকের মন কেড়ে নেয়। প্রতিদিন এ বিহারে শত শত লোক পূন্য লাভের আশায় ভিড় জমায় ও ধর্মীয় চর্চা করে থাকে। বিহারে সবসময় ১৫/২০ জন ভিক্ষু অবস্থান করে। তারা অনেকেই আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিমগ্ন রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস