শলক খাল রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের পাহাড়ি এলাকা হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক পর্যন্ত প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে নিপতিত হয়েছে। খালটির তীরে ইউনিয়নের ৩টি বড় বাজার যা ফকিরাছড়ি বাজার, জামেরছড়ি বাজার, শিলছড়ি বাজার গড়ে উঠেছে। শুকনা মৌসুমে এ খাল দিয়ে বাশের সাকো ও নৌকা দিয়ে মালা-মাল সারা বছর পরিবহন করা হয়। খালটি মৈদং ইউনিয়ন দিয়ে প্রবাহকালে বেশ কয়েকটি ছোট খাল ও ছড়া এই নদীর সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি প্রকৃতির এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস