পায়ে হেটে। ইউনিয়ন সদর হতে ২২কিমি দূরে অবস্থিত।
এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিহারটি তলা পাকা ও টিনের ছাউনী। দৈঘ্য ৪০হাত প্রস্থ ৩০ হাট। বিহারটি ২০০ পরিবার কর্তৃক পরিচালিত হচ্ছে। এটি সলক খালের পার্শ্বে অবস্থিত। বিহারের মোট ৫জন ভিক্ষু ও ৬জন শ্রামন অবস্থান করছেন। বর্তমানে এটি ও ওকটি পবিত্র স্থান। বিহারটি আগামীতে পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস