Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

জুরাছড়ি উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব প্রায় ১২ কি:মি:

উপজেলা সদর থেকে শুকনা মৌসুমে মোটর সাইকেল এবং বর্ষাকলে নৌকাবোট যোগে আসা-যাওয়া করা যায়।

 

উপজেলা হতে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা:

মোটর সাইকেল ভাড়া ২০০ টাকা (জন প্রতি)

নৌকা ভাড়ার হার ১০০ টাকা(জন প্রতি)

 

মৈদং ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:

 

শিলছড়ি বাজার থেকে জামেরছড়ি বাজার

বোট  ভাড়া ৫০ টকা (জনপ্রতি)

 

জামেরছড়ি বাজার থেকে ফকিরাছড়ি বাজার

বোট ভাড়া ৬০ টকা(জনপ্রতি)

 

ফকিরাছড়ি বাজার থেকে বিলাইছড়ি বাজার

বোট ভাড়া ৫০ টাকা (জন প্রতি)

 

বোট ভাড়ার হার শুধুমাত্র বর্ষকালে প্রযোজ্য।

 

বাকী সময়ে মৈদং ইউনিয়নে যোগযোগ এর একমাত্র মাধ্যম হলো হাঁটা পথ। এছাড়া বর্ষাকালে যখন কাপ্তাই লেকে পানি থাকে তখন নদী পথে যাতায়াত করা যায়। জরুরী যোগাযোগের জন্য উপজেলা সদরে আসতে ২,৫০০/- (আড়াই হাজার) টাকা বোট ভাড়া করে আসতে হয় এবং মৈদং ইউনিয়ন থেকে সরাসরি রাঙ্গামাটি পর্যন্ত বোট ভাড়া ৩,৫০০/- (তিন হাজার পাচশত) টাকা ভাড়া করতে হয়। তাছড়া কিছু সংখ্যক লোক ফকিরাছড়ি বাজার হয়ে বিলাইছড়ি বাজারে আসা-যাওয়া করে।