Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পাহাড়ী জুম ঘর
বিস্তারিত

জুরাছড়ি উপজেলাধীন ৩নং মৈদং ইউনিয়নটি একটি ঐতিয্যবাহী ইউনিয়ন। এ ইউনিয়ন পরিষদটি ১৯৮৩খ্রি: গঠিত হয়। কথিত আছে মৈদং নামে একটি ছড়ার নামানুসারে মৈদং ইউনিয়নে নামকরণ করা হয়। ইহার পূর্বে-জুরাছড়ি ইউনিয়ন পরিষদ, পশ্চিমে বিলাইছড়ি উপজেলা, উত্তরে-জুরাছড়ি ইউনিয়ন, দক্ষিণে-দুমদুম্যা ইউনিয়ন। এ ইউনিয়ন পরিষদটি উপজেলা সদর হতে আনুমানিক ১২ কি:মি: দূরে অবস্থিত এবং জেলা সদর হতে ৭০ কি: মি: দূরে অবস্থিত। ইউনিয়ন পরিষদ হতে উপজেলা সদরে যাতায়াতের জন্য নৌপথই একমাত্র মাধ্যম। ইহার লোকসংখ্যা প্রায় ৬৫৫০ জন এবং আয়তন প্রায় ১৫৫.৪০ বর্গ কিলোমিটার। ইউনিয়নে মৌজার সংখ্যা ০৪টি, হাটবাজার-৩টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়-১১টি, মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা-১টি। ইউনিয়ন এলাকার অধিবাসী জনগণ প্রায় সকলকেই কৃষি কাজের উপর নির্ভরশীল।